শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

পাড়ায় শিক্ষালয় ও রান্না করা খাবার সম্পর্কিত নির্দেশিকা


নিম্ন লিখিত সিদ্ধান্ত গুলি আজ 5/2/22 তারিখে অনুষ্ঠিত VC তে জানানো হয়েছে:----

1 : আগামী 7ই ফেব্রুয়ারী থেকে PP থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রান্না করা খাবার দেওয়া হবে। 

2: আগামী কাল অর্থাত্ 6/2/22 তারিখ , SHG র কর্মী দের নির্দেশ দেওয়া,  রান্না ঘর ও খাবার জায়গা পরিষ্কার করা , অন্যান্য ব্যবস্থা করার জন্য নির্ধারিত থাকছে। 

3: জু হাই ও হাই স্কুলে এর মধ্যে class V থেকে VII এর খাবার স্কুলে রান্না করে , স্কুল সংলগ্ন যে মাঠ বা খোলা জায়গা তে পাড়ায় শিক্ষালয় চলছে সেখানে খাওয়াতে হবে । 

4: যে দু দিন যে যে ক্লাস হবে তার উপস্থিত ছাত্র ছাত্রী রাই এই খাবার খাবে।

5 শুরুর দিকে স্কুল সংলগ্ন একটি /দুটি কেন্দ্র তে পাড়ায় শিক্ষালয় চালনা করতে ও সাধারন পুষ্টিকর খাবার দিয়ে শুরু করতে অনুরোধ করা হচ্ছে ।

6: SHG কর্মী রা রান্না গুলি মাঠে নিয়ে যাওয়া বা রাখার সময় যাতে সঠিকভাবে ঢাকা থাকে, নোংরা ,ধুলো না পড়ে , শিক্ষালয়ের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক দের সেদিকে বিশেষ নজর দিতে হবে । 

 7: একই রান্না খাবার ঐ দিন সহ সব স্কুলের দিনেই অষ্টম শ্রেণী কে স্কুলে বসে খাওয়ার ব্যবস্থা করতে হবে( এই বিষয়ে  কোন বিভ্রান্তি নেই। সরকারি নির্দেশ আগামী সোমবার ওই দফতর থেকে  দেওয়া হবে)

8: চাল ও অর্থের বরাদ্দ সম্ভবত করা হয়েছে । এই বিষয়ে প্রধান রা আগামীকাল এর মধ্যে ব্লকে যোগাযোগ  করে নেবেন।

9: *আগামী সোমবার 7ই ফেব্রুয়ারী প্রতি টি স্কুলে প্রতি টি ক্লাসের জন্য  (শ্রেণীকক্ষে ও পাড়ায় শিক্ষালয়ে) অতি অবশ্যই রান্না খাবার দেওয়া শুরু করতে হবে।*

10: যে দিন গুলি class V থেকে VII রান্না খাবার পাবে না তারা এই সময়ের জন্য food grain যেমন পাচ্ছিলেন পাবেন। অষ্টম শ্রেণী ও এটা পাবেন বলে আপাতত জানানো হয়েছে । অর্থাত রান্না খাবার এর সাথে সাথে dry ration এর ব্যবস্থা ও বহাল থাকছে ফেব্রুয়ারী মাসে। (এ বিষয়ে বিস্তারিত জানতে মিড ডে মিল দপ্তরে কথা বলুন)।


প্রতি টি জুনিয়র হাই/সেকেন্ডারি/হায়ার সেকেন্ডারি  স্কুলে ই আগামী সোমবার 7/2/22থেকে চালু হচ্ছে,  স্কুল পিছু একটি বা দুটি পাড়ায় শিক্ষালয় ও অষ্টম শ্রেণী পর্যন্ত সবার Cooked Mid day Meal . সমস্ত প্রধান রা এই বিষয়ে সবিশেষ ব্যবস্থা নেবেন ও feedback এখানে পাঠাবেন । 

সংগৃহীত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

SWAMI VIVEKANANDA MEANS CUM MERIT SCHOLARSHIP

Swami Vivekananda means cum merit scholarship  SVMCM With a view to assisting the meritorious students belonging to economically backward fa...