: করোনাকালে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় বেশিরভাগ জায়গাতেই পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে "৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি।" আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
তিনি জানান, প্রায় ২ লক্ষ শিক্ষক শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১২ হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।" পাশাপাশি তিনি যোগ করেন, "স্কুল খোলারই পক্ষে আমরা। শিশুদের ক্ষতি না করে, সংক্রমণ না বাড়িয়ে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী। এ বিষয়ে চিন্তাভাবনা বা উদ্বেগের কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী পর্যালোচনা করছেন। যাতে স্কুল খোলার পর আবার বন্ধ করে দিতে না হয়। সেই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে দেখা হচ্ছে। সরকার ও মুখ্যমন্ত্রী ধাপে ধাপে স্কুল খোলারই পক্ষপাতী।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন