মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিদ্যালয়গুলির শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন তথ্য অনলাইনে আপডেটের নোটিশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। ওয়েবসাইটটি হল www.wbbsedata.com. গত বছর এই ওয়েবসাইটটিতে মাধ্যমিকের জন্য নম্বর আপলোড করতে বলা হয়েছিল। এবার সম্ভবত মাধ্যমিকের খাতা দেখার এক্সামিনার বাছাইয়ের জন্যই এই তথ্য চাওয়া হচ্ছে।Id হলো স্কুল index.পাসওয়ার্ড-password.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন