1.ক্লাস pp-VIII পর্যন্ত যেমন dry রেশন দেওয়া হচ্ছিল তেমন চলবে।
2। পাড়ায় শিক্ষালয়ে ক্লাস pp-VII পর্যন্ত cooked MDM বা রান্না করা খাওয়ার দেওয়া হবে।
3। আপনার স্কুলের বাইরের কোন ছাত্র পাড়ায় শিক্ষালয়ে এলে ও সে CMDM খাবে।
4। স্কুলের কিচেনে রান্না হবে। যেখানে স্কুলের গ্রাউন্ডে বা স্কুল বারান্দাতে পাড়ায় শিক্ষালয়ের আয়োজন করা হচ্ছে সেখানে স্কুলে ই CMDM খাওয়ার খাবে।
5। যেখানে পাড়ায় ক্লাস হবে বিশেষ করে HIGH স্কুলের ক্ষেত্রে সেক্ষেত্রে স্কুল নিজেদের সুবিধে মত রান্না করা খাবার পাড়ায় নিয়ে গিয়ে খাওয়াতে পারেন অথবা স্কুলে বাচ্চাদের নিয়ে এসে ও CMDM দিতে পারেন। এক্ষেত্রে যদি কোন HIGH স্কুলের "পাড়ায় শিক্ষালয়" কোন প্রাইমারি স্কুলের মাঠে আয়োজন করেন সেক্ষেত্রে ওই প্রাইমারি স্কুলের সাথে একসঙ্গে রান্না করে ওই প্রাইমারি স্কুলে বসিয়ে ও CMDM দিতে পারেন।সম্পূর্ণ টাই নির্ভর করছে বিদ্যালয় কর্তৃপক্ষের ওপর।
6। প্রতিটি ক্ষেত্রে ই বিদ্যালয় একটি CMDM রেজিস্টার maintain করবেন।
*. Sl no
*. Students name
*.Students father's / gurdian name
*. Students present school name (in case of other school)
*.class
*.Signature of the student ..
এই লিস্ট HM authenticate করে BLOCK MDM সেকশনে জমা করবেন।।সেই অনুযায়ী allotment পাবেন।
এই রিপোর্ট daily basis কোন spreadsheet/link এর মাধ্যমে ও আমরা নিতে পারি।
7।প্রথম সেশনের ছাত্র রা ক্লাস করে CMDM খেয়ে বাড়ি যাবে।দ্বিতীয় সেশনের ছাত্রছাত্রী রা MDM খেয়ে ক্লাস করতে পারে। স্কুল নিজেদের সুবিধে মত করতে পারবে।
8।অনেকদিন পর COOKED MDM চালু হচ্ছে তাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে।
9।শনিবার নিয়ে এখনো কোনো নির্দিষ্ট গাইডলাইন আসেনি।এলে জানিয়ে দেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন