শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

উৎসশ্রী : বদলির আবেদন মঞ্জুর একক বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের

বদলি শুরু একক বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের

কোনো স্কুলে একটি নির্দিষ্ট বিষয়ের যদি একজন শিক্ষক বা শিক্ষিকা থাকেন ,সেক্ষেত্রে তার বদলির আবেদন প্রধান শিক্ষক বা শিক্ষিকার থেকেই ফেরত দেওয়া হচ্ছিল। তাই উৎসশ্রীর মাধ্যমে আবেদন করা সত্ত্বেও বাতিল হচ্ছিল তাদের দরখাস্ত। কিন্তু শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি জারির আগে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে কেন শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় (বিচারপতি) মামলাকারীদের অবিলম্বে বদলির নির্দেশ দিয়েছেন এবং এই বিচারকের রায়সামনে রেখে অন্যরা যারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তাদের আবেদন মঞ্জুর করা হবে বলে আদালতে জানিয়েছে শিক্ষা দপ্তর। 
শিক্ষিকা পায়েল ভট্টাচার্যের বাড়ি থেকে তার বিদ্যালয় দূরত্ব ছিল 100 কিলোমিটার আর তার স্বামীর কর্মক্ষেত্রের দূরত্ব 87 কিলোমিটার তিনি উৎসশ্রী  পোর্টালে আবেদন করেছিলেন 2021 সালের 17 ফেব্রুয়ারি আর শিক্ষা দপ্তর বদলি আটকানোর যে বিজ্ঞপ্তি জারি করে সেটা ছিল 22 এ সেপ্টেম্বর। আরেক শিক্ষিকা সৌমি বন্দ্যোপাধ্যায়ের স্কুলের দূরত্ব বাড়ি থেকে 103 কিলোমিটার।তিনিও 6 ই আগস্ট বদলির আবেদন করেছিলেন ।
তাই শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি সামনে রেখে উভয় আবেদন বাতিল করে দেওয়া হয়েছিল ।এই দুই শিক্ষিকার আইনজীবী আদালতে জানিয়েছেন বদলির আবেদন করলে কিভাবে তা সামাল দেওয়া হবে তা শিক্ষাদপ্তর আগের বিজ্ঞপ্তিতে  জানিয়েছে। কিন্তু সেই নিয়ম না মেনে গোটা বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকার উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল। তার  কথায় কোন সিঙ্গেল টিচার বদলির আবেদন করলে স্কুল কর্তৃপক্ষের উচিত অবিলম্বে তা স্কুল সার্ভিস কমিশনকে জানানো। কমিশন ওই স্কুলে কোনো শিক্ষককে পাঠানোর ব্যবস্থা করতে পারে ।এই ধরনের কোন বদলির আবেদন এ উচিত কাছাকাছি কোন স্কুলের ওই বিষয়ের কোন শিক্ষককে খুঁজে বের করে তাকে বাড়তি দায়িত্ব দেওয়া যাতে দুটি স্কুলেই তিনি ক্লাস করতে পারেন কিন্তু বাস্তবে এটা হচ্ছে না উল্টে যেই শিক্ষক-শিক্ষিকা আবেদন করছেন তাকেই বলা হচ্ছে আপনি আপনার পরিবর্তী শিক্ষক-শিক্ষিকা কে খুজে বের করুন। কিন্তু এটা অবাস্তব। কোন শিক্ষক বা শিক্ষিকা এতে রাজি হবেন নিজের স্কুল এর পাশাপাশি বাড়তি দায়িত্ব নিয়ে অন্য স্কুলের পঠন পাঠনে । তাই আইনজীবীর দাবি এটা শিক্ষক-শিক্ষিকাদের  ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। যা মেনে নিয়েই ওই শিক্ষিকাদের আবেদন বাতিলের নির্দেশ খারিজ করেছে আদালত ।সেই সঙ্গে খুব দ্রুত এইরকম যে আবেদন জমা পড়েছে সেগুলো বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

SWAMI VIVEKANANDA MEANS CUM MERIT SCHOLARSHIP

Swami Vivekananda means cum merit scholarship  SVMCM With a view to assisting the meritorious students belonging to economically backward fa...