আগামী 27 শে ফেব্রুয়ারি,রবিবার রাজ্যে 108 টি পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যেহেতু 27 শে ফেব্রুয়ারি রবিবার, যেটা একটা ছুটির দিন তাই সে ক্ষেত্রে ভোট কর্মীরা 28 শে ফেব্রুয়ারি ছুটি পাবেন কিনা সে সম্পর্কে নির্দেশিকা প্রকাশ করেছে নবান্ন।যেহেতু 27 এ ফেব্রুয়ারি অনেক রাত পর্যন্ত ভোটিং প্রসেস চলতে পারে তাই ভোট কর্মীদের জন্য যাতে 28 তারিখ সোমবার বিশেষ ছুটি দেওয়া হয় সে সম্পর্কে অনুরোধ করা হয়েছে।অর্ডারের কপিটি সাথে দেওয়া হল।
| 28.2.22 এ ভোট কর্মী দের ছুটির অর্ডার |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন