*উৎসশ্রী এমেন্ডমেন্ট ২০২২*
গতকাল ১৯.০১.২০২২ তারিখে প্রকাশিত ২২ শে ডিসেম্বর, ২০২১ এবং ৩রা জানুয়ারি, ২০২২ তারিখের ডেটে উৎসশ্রী ট্রান্সফার সংক্রান্ত ৮ই সেপ্টেম্বর, ২০২১ তারিখে প্রকাশিত নোটিফিকেশনের সাপেক্ষে কিছু নিয়মে সংশোধনী AMENDMENT প্রকাশিত হয়েছে। বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করা হলো:
(১) যেসকল জুনিয়র ও হাইস্কুলের মোট শিক্ষক সংখ্যা ৫ অথবা ৫ এর কম সেই সকল স্কুলের আবেদন স্কুল থেকে ফরোয়ার্ড করতে হবে, কোন ভাবেই TIC/HOI ব্যাক করতে পারবেন না। সেই আবেদন ডিআই CSE এর সাথে আলোচনা করে LOCAL ARRANGEMENT মাধ্যমে আবেদনকারীর ট্রান্সফার ব্যবস্থা করবেন। এক্ষেত্রে, এডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের প্রভিশন রাখলো শিক্ষা দপ্তর।
(২) আগের নিয়মানুযায়ী, জিরো এনরোলমেন্ট ও রোল স্ট্রেনথ অনুসারে ছাত্র বিশিষ্ট টিচারদের আবেদন স্কুল আর BACK না করে ডিআইকে ফরোয়ার্ড করবেন। ডিআই ও স্কুল শিক্ষা দপ্তর সেই আবেদন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বিশেষ ক্ষেত্রে বিবেচনা করে অনুমোদন দেবে।
(৩) উচ্চমাধ্যমিক ও নর্মাল সেকশনের সিঙ্গল টিচারদের ট্রান্সফার সংক্রান্ত আবেদন আর কোন ভাবেই TIC/HOI ব্যাক করতে পারবেন না। সেই আবেদন ডিআই CSE এর সাথে আলোচনা করে LOCAL ARRANGEMENT মাধ্যমে আবেদনকারীর ট্রান্সফার ব্যবস্থা করবেন। যদিও এই নিয়ম স্কুল শিক্ষা কমিশনারের ২২.০৯.২০২১ তারিখের সিঙ্গল টিচার সংক্রান্ত অর্ডারেও ছিলো। বর্তমানে ডিআই এই পাশের স্কুলের টিচার ব্যবস্থা করার এমেন্ডমেন্ট হলো।
(৪) বিশেষভাবে সক্ষম শারীরিক প্রতিবন্ধী শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রতিবন্ধকতা পূর্বের ৪০% এর বদলে ৬০% করা হলো।
(৫) প্রেফার্ড গ্রাউন্ড (4 এর ক্লজে a -d) এর নিয়মানুযায়ী মোট সার্ভিস পিরিয়ড ৫ বছর হলেই আবেদন করতে পারবে শিক্ষক ও শিক্ষাকর্মীরা, পূর্বের নিয়মানুযায়ী এক স্কুলে ৫বছরের চাকুরির মেয়াদ না হলেও হবে। মোট চাকরির মেয়াদকেই ধরা হবে। অর্থাৎ, প্রেফার্ড গ্রাউন্ড হিসেবে আবেদনের যোগ্যতা ৫ বছর বলবৎ করলো শিক্ষা দপ্তর।
(৬) আবেদনকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের SPOUSE এর স্কুলের দূরত্বের ক্ষেত্রে সংশোধন হয়ে এই স্ল্যাব কার্যকরী হলো:
(I) ৫০ এর উপর থেকে ১০০কিমি- ১নম্বর,
(II) ১০০ এর উপর থেকে ২০০কিমি- ২নম্বর,
(III) ২০০ এর উপর থেকে ৫০০কিমি- ৩নম্বর,
(IV) ৫০০কিমির উপর-৫ নম্বর সর্বোচ্চ ।
(৭) বাড়ি থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলের দূরত্বে এমেন্ডমেন্ট হলো। প্রতি ৫০ কিমিতে ১নম্বর দেওয়ার নিয়ম চালু থাকবে, আগের সর্বোচ্চ নম্বর ৬ এর সিলিং তুলে দেওয়া হলো। অর্থাৎ, এবার ৫০কিমির স্ল্যাবে DISTANCE এর হিসাব হবে। কোন টিচারের দূরত্ব ৭০০ কিমি হলে তিনি ১৪ নম্বর এবং দূরত্ব ৬০০ কিমি হলে ১২ নম্বর পাবেন।
(৮) এমেন্ডমেন্টে বয়সকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ৪০ বছর পর্যন্ত ১ নম্বর, ৪১-৫০ বছর পর্যন্ত ২ নম্বর ও ৫১বছরের উপরের জন্য ৩ নম্বর বরাদ্দ করা হয়েছে। ৫৭ বছরের উপরে প্রেফার্ড গ্রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
(৯) মেডিকেল গ্রাউন্ডে যেসকল রোগগুলি উৎসশ্রীতে ছিলো সেগুলিকেই পুনরায় বলবৎ করা হয়েছে, তবে রাজ্য সরকার নতুন করে রোগের সংযোজন পরবর্তীতে করতে পারে।এখনকার রোগগুলি হলো:
Malignant Diseases, Severe Heart Disease, Renal Failure, Thalassamia, Replacement of Organ & Serious Gynecological Disorder।
(১০) স্কুলে ১০% এর বেশি আবেদনপত্র জমা হলে আগের নিয়মানুযায়ী, Senior in Age নিয়মের বদলে 5 নং ক্লজে উল্লেখিত মার্কসের ভিত্তিতে ছাড়তে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন